প্রণাম
কমঃ বুদ্ধদেব ভট্টাচার্য
(১৯৪৪ - ২০২৪)
আমি জানি— সবাইকেই চলে যেতে হয়,
মৃত্যু অস্বাভাবিক কিছু নয়।
কিন্তু এই মৃত্যুকে কিছুতেই মেনে নেওয়া যায় না।
বাংলায় শিক্ষা-চাকরির সুযোগ, সিঙ্গুরে কারখানা—
সব গেল চুকে বুকে।
স্বপ্ন থেকে গেল অপূর্ণ, অধরা।
যারা সে সব স্বপ্ন ভেস্তে দিয়েছিল,
তারা এখন শোকপ্রকাশ করছে।
তারা সবাই যখন বড় বড় বাড়ি, গাড়ি, কাড়ি কাড়ি টাকা নিয়ে
জীবনযাপন করে,
তখন বুদ্ধবাবুর সাদামাটা জীবনযাপন,
এক চিলতে ফ্ল্যাট, সাদা অ্যাম্বাসাডর
প্রাসঙ্গিক থেকে গেছে।
নেতা মানে শুধু সম্পদশালী জীবনযাপন নয়,
নেতা সাধারণ জীবনযাপনও যে করতে পারেন—
বুদ্ধবাবু তার জলজ্যান্ত প্রমাণ।
প্রাসঙ্গিক সেই প্রশ্ন—
"পশ্চিমবঙ্গ কোথায় দাঁড়াবে?
এ রাজ্যের ছেলেমেয়েরা কোথায় যাবে?"
কোথাও যাবে না।
যেখানে আছে, সেখানেই থাকতে হবে
কোনো নিয়োগ, চাকরি ছাড়া, কর্মসংস্থান ছাড়া।
এভাবেই চলবে পশ্চিমবঙ্গ, সব শেষ হয়ে যাবে
এক "বুদ্ধং শরণং গচ্ছামি" ছাড়া।
আজ কোনো গান-কবিতা নয়।
আজ কোনো কথা নয়, চিৎকার নয়।
শুধু একটা স্লোগান—
"লাল সেলাম লাল সেলাম লাল সেলাম কমরেড!"
লাল পতাকা আকাশে উড়িয়ে দেওয়ার,
ব্যারিকেড ভেঙে দেওয়ার সংকল্প।
আর সেই কথাটা মনে রাখার সংকল্প—
"এ লড়াই লড়তে হবে, জিততে হবে!"
আমাদের মাথার ওপরে এক সূর্য কখনো নামবে না।
সেই সূর্য— বুদ্ধদেব ভট্টাচার্য।
শাসক-বিরোধী লড়াই লড়তে ভরসা এক আদর্শ।
সেই আদর্শ— বুদ্ধদেব ভট্টাচার্য।
আবার আগের মতো চাকরি, শিল্প হবে—
সেই স্বপ্ন দেখায় কেবলই একজন।
তিনি— বুদ্ধদেব ভট্টাচার্য।
আর মুখে একটাই স্লোগান—
"লালে লালে লাল সেলাম!!"
"লাল সেলাম! লাল সেলাম!"
আর আকাশে ওড়ে একটাই পতাকা—
সাদা কাস্তে-হাতুড়ি সমেত লাল পতাকা।
(০৮/০৮/২০২৪)