পথের কুকুরগুলো,
বাড়ির পোষা কুকুরগুলো—
মানুষের মতো এরাও বঞ্চিত।
এদের একবার চোখে দেখলেই
লোকে তাড়িয়ে দেয়
লাঠি দিয়ে,
হাত দিয়ে,
ঢিল ছুঁড়ে।
আবার গালি দেয়।
কত যুগ ধরে এরা মার খাচ্ছে,
                       খুন হচ্ছে।
                 এতে কি পাচ্ছে?
                           পাচ্ছে বঞ্চনা,
                           পাচ্ছে লাঞ্ছনা—
ঠিক যেমন সাধারণ মানুষ পায়।
আজও পাচ্ছে।
এদের কান্না কেউ শুনতে পায় না।
এদের মন কেউ বুঝতে পারে না।
আমি যে শুনেছি এদের কান্না,
দেখেছি এদের বিষণ্ণ মুখ।
এরা যেন বলতে চাইছে—
"আমরাই কেন মার খাই?
আমরা কী দোষ করি?
আমরা কি মানুষের বন্ধু নই?
আর কত সহ্য করব এসব?
এসব কবে অবধি চলবে?"
তবু কেউ বোঝে না,
শোনে না সেসব কথা।
সবকিছুর যেন প্রতিশোধ নিতে চায়।
আমার মনে হয়—
এদের জন্যও একটা নতুন বিশ্ব গড়তে হবে—
যে বিশ্বে থাকবে না লাঞ্ছনা, বঞ্চনা।
এরাও তো আনন্দে বাঁচতে চায়,
                               ছুটতে চায়,
                             খেলতে চায়।


(11.04.23)