(আজ আমি কলকাতার বাইরে থাকলেও মনে প্রাণে সেই শহরটা থেকে যায়। এই কবিতা তারই স্মৃতিচিহ্ন।)
পথে পথে গাড়ি করে
গোটা কলকাতা দেখেছি।
দেখেছি কত কিছু নামকরা —
ভিক্টোরিয়া থেকে ময়দান,
হাওড়া ব্রিজ থেকে প্রিন্সেপ ঘাট,
রবীন্দ্র সদন থেকে নন্দন,—
আমি সব দেখেছি।
লোকেদের আড্ডার আমেজ দেখেছি,
প্রেমের আবেগ দেখেছি,
আনন্দ করতে দেখেছি।
বারবার দেখতে ইচ্ছে করে।
ইচ্ছে করে ছবি আঁকতে —
প্রত্যক্ষদর্শী হয়ে চোখে দেখা
যত মন ভাল করা দৃশ্যের।
সে নিয়ে গুচ্ছ কবিতা লিখতে।
চির অক্ষত থাকবে আমার কলকাতা প্রেম।।
(16th November 2021)