১
কলম
কবিতা লেখার জন্য কি লাগে
শুধু দামি, মোটাসোটা ফাউন্টেন পেন?
কবিরা কি এই কলম দিয়েই কবিতা লেখেন নাকি?
যে কোনো কলম দিয়ে কি লেখা যেতে পারে না?
আমি মাঝে মাঝে কবিতা লেখার জন্য
ব্যবহার করেছি ইউজ অ্যান্ড থ্রো পেন।
ফাউন্টেন পেন-ও ব্যবহার করি।
যখনই কেউ ফাউন্টেন পেন দেয় আর বলে—
এটা কবিতা লেখার জন্য,
তখনই মনে হয়—
কবিতা লেখার জন্য কি লাগে
শুধু দামি, মোটাসোটা ফাউন্টেন পেন?
২
কজনই বা বুঝবে?
কজনই বা বুঝবে কবিতার মর্ম?
কজনই বা বুঝবে কবিতার মানে?
সবাই অভ্যস্ত শুধু আবৃত্তি শুনতে।
কজনই বা কবিতার অর্থ জানে?
কজনই বা জানে— কত ভালো
কবি-লেখকদের কল্পনা?
কবিতার মর্ম যদি না বোঝে কেউ,
কবিতা লেখার মানে হল না।
ছাত্ররা যেই প্রেমের কবিতা শোনে,
অমনি দেয় হাততালি না বুঝে।
তারা কি প্রেমের কবিতাই ভালবাসে?
মাঝে মাঝে ভাবি মুখ গুঁজে।
শুধু প্রেমকবিতাই নয়, শোনা যায়
অশ্রাব্য অর্থহীন কবিতা।
কেমন যেন লাগে সেসব শুনতে।
মনে হয় — বেকার সবই তা।
কবিতার কি কোনো গুরুত্ব নেই?
কবিতা কি মানুষের হাতের পুতুল,
যেটা দিয়ে নোংরা খেলা করা হয়?
এটা সাহিত্যের পক্ষে চরম ভুল।
(04/05/23)