প্রেম থেকেই কবিতার জন্ম হয় না।
কবিতার জন্ম হয় না শুধু প্রকৃতিতে।
পৃথিবীর সব কিছুরই জন্ম হৃদয় থেকে।—
কবিতা কখনও বাদ যায় না এতে।
কবিতার জন্ম হয় চারপাশ থেকে।
কবিতার জন্ম হয় পরিবেশ থেকে।
সময় এগোয়, নতুন কবিতা জন্মায়।
কবিতার জন্ম হয় হৃদয়ে, সময়ে।
যা কিছু চোখে দেখা যায়
হাঁটতে হাঁটতে জীবনের পথে,
তাতেই নতুন কবিতার জন্ম হয়।
কবিতা আসলে হয় ন হন্যতে।
(২৩/০৩/২৪)
লোলেগাঁও, কালিম্পং