কেউ বলে—
সবই মিথ্যা।
কেউ বলে—
সবই সত্যি।
আমি বলি—
কিছু সত্যি আছে,
কিছু মিথ্যা আছে।

আমি মনে করি —
ভূত-টুত মিথ্যে।
বাস্তব সর্বদাই সত্যি।

এই পৃথিবীতে
কিছু সত্যি, কিছু মিথ্যা।


(০৫.০৯.২৩)