সত্য সেলুকাস, কী বিচিত্র এ দেশ —
যেখানে কেবল স্বাধীনতাই নিঃশেষ।

স্বাধীনতার নাম করে চলে মহা ধর্ষণ।
বিভেদের রাজনীতিতে বিপন্ন মানবপ্রাণ।

দেশ জুড়ে অধর্ম, প্রেমহীনতার প্রবাহ।
কুরুক্ষেত্রের ময়দানে সারি সারি শবদেহ।

ওরা বলে, স্বাধীন আমাদের এই দেশ।
ওরা বোঝে না, এখানে স্বাধীনতা নিঃশেষ।

ওরা না বুঝলেও আমরা বুঝি সব—
দেশ জুড়ে উঠছে শুধু মৃত্যু-মৃত্যু রব।

তবু জ্বলে আশার প্রদীপ — প্রকৃত স্বাধীনতা
আসবেই আসবে একদিন, ধন্য হবে ভারতমাতা।।


(০৫.০৮.২৩)