আমি বেঁচে আছি এখনো এ পৃথিবীতে।
আমি কি সত্যিই বেঁচে আছি?
আসলে— না।
আমি আর বেঁচে নেই।
আমি খুন হয়ে গেছি সেই কবে।
বিষাক্ত পৃথিবী, বিষাক্ত সময়, বিষাক্ত মানুষ
আমার শরীরকে নয়, আমার হৃদয়কে খুন করেছে,
হৃদয়ের ভিতর ছুরি বসিয়েছে।
যে রক্ত ওই হৃদয়ের ক্ষত থেকে বেরিয়েছে,
সে রক্ত আমার।
সে রক্ত খেয়েই বিষাক্ত মানুষ হয়ে ওঠে আরো বিষাক্ত,
আরো অনেক নিরীহ মানুষের হৃদয়কে খুন করে।—
তারাও খুন হয়ে যায়।
আমি চেয়েছিলাম বাকস্বাধীনতা, মুক্তি।
ভালবাসা আমার দীর্ঘ জীবন চেয়েছিল।
কিন্তু পেয়েছি — খুন, আঘাত।
কত ব্যর্থ প্রেমিক, মুক্তির কাঙালদের হারিয়ে
ভালবাসা গলায় দড়ি দিয়েছে।
তাঁর দেহ বিলীন হয়েই রয়ে গেছে।
এই খুনের আঘাত, এই মৃত্যু
একদিন আমার মতো মুক্তিকামীদের নিয়ে যাবে
স্বর্গে নয়, নরকে, অসুরদের রাজদরবারে।
আমরা হব ওদের জেলে বন্দি বাকি জীবন।
তখন কোনো রক্ষী আমাদের খাবার দেবে না।
ছেড়ে দিতে রাজি হবে না অসুররাজ।
(০৯/১২/২০২৪)