(ঋণ: সুনীল গঙ্গোপাধ্যায়)
কেউ কথা রাখেনি,
একবছর হয়ে গেল, কেউ কথা রাখেনি।
কেউ এই করোনার সময়ে নিয়ম মেনে চলতে বললে—
মাস্ক পরতে বললে,
দুরত্ব বজায় রাখতে বললে,
বারবার হাত ধুতে বললে
পরে দেখি,--- কেউ করছে না।
কেউ আর কথা রাখেনি।
কেউ আর রাখবে না হয়তো।
কেউ হিংসা না ছড়িয়ে শান্তি বজায় রাখতে বললে,
কেউ পশুদের, শিশুদের, মেয়েদের অত্যাচার বন্ধ করতে বললে
আবারও দেখি,--- কেউ করছে না।
শুধুই নিজেদের মতো করে জীবন কাটাচ্ছে।
কেউ আর কথা রাখেনি।
কেউ আর কখনো রাখবে না হয়তো।
কেউ অন্যদের কাজে বাধা না দিতে বললে,
কেউ অন্যদেরকে কাজে বিরক্ত না করতে বললে,
তাদেরকে শান্তি দিতে বললে
পরে দেখি,--- কেউ রাখছে না কথা।
কেউ আর কথা রাখেনি।
জীবনেও রাখবে না হয়তো।
কেউ আর এত ভালো নেই।
কেউ আর মানুষ নেই।
শুধু নিষ্ঠুর, লোভী, মহাপাপী।
কেউ আর অঙ্গীকারবদ্ধ নেই।
কেউ কথা রাখেনা।
তাদের কেন যে এমন পরিবর্তন,
সেটা কে জানে?
আমি চাই--- যেন তাদের
আসল পরিবর্তন হয়।
তারা যেন কথা রাখে,
হয় আগের মতো ভালো।
(30.05.2021)