আগে মনটা খুব ভালো ছিল —
হাওয়া বদল করে,
নিজের মনের ইচ্ছেতে
খাওয়াদাওয়া করে, খেলা করে।
এমন সময়ে সে সব চলে গেছে জীবন থেকে।—
কালো ও সাদার সংমিশ্রণ সমস্ত রং মুছে দিয়েছে।
মাঝে মাঝে মনে হয়,—
পৃথিবীর সব রঙ উড়ে গেছে,
কোনো মহামারী হচ্ছে পৃথিবীতে।
চিৎকার করে বলি,—
"রং, তুমি আবার ফিরে এসো,—
তোমাদের আমার খুব প্রয়োজন,
সবার প্রয়োজন।
প্লীজ আবার ফিরে এসো, রং!"
কোত্থেকে আসবে রং,
যখন পুরো পৃথিবীটাই হল বেরং?
তারপর — কাঁদি।
প্রতীক্ষা করে করে একটা প্রশ্ন জাগে মনে—
এ রং কি কখনো ফিরে আসবে না?
এ মহামারী কি কখনো শেষ হবে না?
সারাটা জীবন কি
কালো-সাদার সংমিশ্রণ নিয়েই থাকতে হবে?
(০২.১০.২০২১)