পর্ব ১

বাধা পেরিয়ে পায়ে পায়ে এগিয়ে চলা ---
আমার জীবন।

মানুষকে স্বাধীন করার জন্য লড়ে যাওয়া ---
আমার কর্ম।

দেশের ভবিষ্যতকে আলোকিত করা ---
আমার লক্ষ্য।

মৃত্যুর, ভয়ের, আতঙ্কের মুখোমুখি হওয়া ---
আমার লড়াই।

অন্যায়, অত্যাচারের প্রতিবাদ জানানো ---
আমার কবিতা।

নিজের জীবন অভিজ্ঞতা নিয়ে লেখা ---
আমার গল্প।

অত্যাচারী, বিভেদকারীদের দূর করা ---
আমার প্রতিবাদ।

আমার লেখা গল্প ও কবিতা ---
আমার প্রতিবাদের ভাষা।

স্বাধীন হওয়ার পর পাখির মতো উড়ে বেড়ানো ---
আমার স্বপ্ন।

আমার প্রতিবাদী কবিতা রেখে যাওয়া ---
আমার স্বাক্ষর।


(২৮.০৭.২০২১)
******************************
পর্ব ২

পথে পথে হেঁটে বেড়াই।
পায়ে পায়ে এগিয়ে যাই।
হাতে হাতে হাত রাখি।
কথায় কথায় কথা বলি।
রাগে রাগে রেগে যাই।
হাসিতে হাসিতে হাসি।
ছন্দে ছন্দে কবিতা লিখি।
আনন্দে আনন্দে জোয়ারে ভাসি।


(১৯.০৯.২০২১)
******************************
পর্ব ৩

কিছু কবিতা মানুষের মন পাল্টে দেয়।
কিছু কবিতা মানুষকে প্রেরণা দেয়।
কিছু কবিতা হারিয়ে যায়, আবার ফিরে আসে।
কিছু কবিতা হাসি দেয়, কান্না দেয়,
                আনন্দ দেয়,  দুঃখ দেয়।
কবিতা মানুষের মনের কথা বলে,
বেঁচে থাকার রসদ জোগায়।
তাই আমি কবিতা লিখি,
কবিতা ভালবাসি।
আমি কবিতার পিয়াসী।
তাই আমি বলি—
কবিতা পড়ুন, উপলব্ধি করুন,
আর কবিতার মর্ম বুঝুন।


(৩০.১০.২০২২)
******************************
পর্ব ৪

কবিতা শুধু কবিতা নয়।
কবিতা আসলে জীবনের উপাখ্যান,
জীবনের গান,
না বলা গল্প,
না গাওয়া গান।

কবিতা শুধু পড়ার জিনিস নয়,
পাঠ করার জিনিস নয়।
কবিতা তার নিজের মর্ম বোঝায়,
দুনিয়াকে দেখতে শেখায়।
প্রমাণ করে দেয়—
কলমই সবচেয়ে শক্তিশালী অস্ত্র।
কলম থেকেই প্রতিবাদ বেরোয়।
কলম থেকেই প্রেম বেরোয়।
কলম থেকেই ক্ষোভ বেরোয়।

তাই আমি কবিতা লিখি।
কবিতার মধ্যে খুঁজে পাই অনেক কিছু।
কবিতাকে বলি—
"কবিতা, তোমায় ছাড়তে চাই না।
জীবনের শেষ দিন অবধি তোমায় লিখতে চাই।"


(০৮.১১.২০২৩)