(ইজরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল ০৭/১০/২৩। আজ তার এক বছর হয়ে গেছে। যদিও আমি লিখছি যুদ্ধ শুরু হবার দুদিন পরে। কেউ কিছু মনে করবেন না।)
যে দেশ যুদ্ধে হামলা চালায়,
প্রতিদ্বন্দ্বী দেশের বুকে ছুঁড়ে দেয় বোমা, জ্বালিয়ে দেয় আগুন,
আমি তাকে সমর্থন করি না।
কিন্তু যে প্রতিদ্বন্দ্বী দেশ সেই বোমার অগ্নিস্ফুলিঙ্গে আহত,
মানুষের রক্তে স্নান করে, সংকটে ভোগে,
আমি তাকেই সমর্থন করি সমবেদনার সঙ্গে।
পৃথিবীতে দেবীপক্ষের সূচনা,
এসেছেন মা পৃথিবীকে রক্ষা করতে।
তবু যুদ্ধ থামছে না। এক বছর হয়ে গেছে।
এখন গাজা গভীর সংকটে—
শিক্ষায়, স্বাস্থ্যে, বাসস্থানে, খাদ্যে গভীর থেকে গভীরতর সংকট।
সেখানকার মানুষ অন্য দেশে যাচ্ছে জীবনের খোঁজে।
নবজাতকরা টিকাকরণের সুযোগ পাচ্ছে না।
আর ইজরায়েল সেই দেশের বুকে বোমার পর বোমা ছুঁড়ে,
যুদ্ধ-যুদ্ধ খেলা খেলে মজা উপভোগ করছে।
আমাদের আকাশ একেবারে নীলাভ,
তার বুকে সাদা মেঘরাশি, ঝকঝকে রোদ্দুর।
কিন্তু যুদ্ধবিধ্বস্ত গাজার আকাশ শুধুই কালো,
সেখানে শুধু কালো ধোঁয়ার দূষণ,
মানুষের কষ্ট ভীষণ।
গণদেবতার কী অবস্থা? তিনি কি সমব্যথী?
আমাদের এখানে পুজোর গান বাজে,
আর বাজে নির্যাতিতার ধর্ষণ-খুনের প্রতিবাদের সুর।
কিন্তু যুদ্ধবিধ্বস্ত গাজায় বাজে বিষাদের সুর।
কেউ যুদ্ধের প্রতিবাদ করছে না।
আমিও বোধহয় ভুলে গেছিলাম যুদ্ধের কথা।
তাই আজকে এ নিয়ে কলম ধরলাম। ক্ষমা করে দিও।
(০৯/১০/২০২৪)