(কবিতাটি রচিত হয়েছিল জীবন সংগ্রামের ভাবনায়। কিন্তু এই কবিতাটি সমর্থন করে গণসংগ্রামকেও, যে সংগ্রাম সাম্প্রতিক নারীধর্ষণের বিরুদ্ধে। দিনে দিনে যারা সরকারের/প্রশাসনের চোখে আঙুল দেখিয়ে প্রতিবাদ করছেন, এই কবিতাটি তাদের উৎসর্গ করি।)
ওড়াও ওড়াও জয় নিশান।
জীবনের চলার পথে আঘাত দিক হানা।
আসুক বাধাবিপত্তি,
আসুক প্রতিবন্ধকতা।
তবুও লড়াই করো।
মনোবল ভাঙতে দিও না।
হেরো না, থেমো না।
হাল ছেড়ো না কখনো।
এগিয়ে চলো, জয়ী হও।
হও মানুষের মনে অমর।
মুক্তির গান গাও।
জয় নিশান ওড়াও।
(২১.০৩.২০২২)