একটা ভালো গানের জন্য জরুরী ---
ভালো একটা কথা ও সুর।

একটা কাজে সফল হওয়ার জন্য ---
উপস্থিত বুদ্ধি জরুরী।

একজনের পুরোপুরি স্ট্রং হতে গেলে ---
স্ট্রেন্থ, ফ্লেক্সিবিলিটি জরুরী।

এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য ---
অনুশীলনের খুব জরুরী।

একটা কঠিন লড়াইয়ে জিততে গেলে ---
চেষ্টার অনেকটাই জরুরী।

এক শান্তির জীবন পেতে গেলে ---
শান্তি বজায় রাখা জরুরী।

এক সুন্দর জীবন পেতে গেলে ---
পায়ে পায়ে এগোনো জরুরী।

জীবন সংগ্রামে জয়ী হতে গেলে ---
ভয়ের মুখোমুখি হওয়া জরুরী।


(২৯.০৭.২১)