(অনুপ্রেরণা: সুকান্ত ভট্টাচার্য)
জনগণ হও আজ উদ্বুদ্ধ।
চালিয়ে যাও প্রতিরোধ, জনযুদ্ধ।
দুর্নীতিবাজদের ঘোর দুর্দিন
প্রতিবাদে মিলছে মানুষ প্রতিদিন।
শোষকেরা আজ মহা ক্রুদ্ধ
চালিয়ে যাও প্রতিরোধ, জনযুদ্ধ।
জনগণ শক্তির ক্ষয় নেই,
ভয় নেই আমাদের ভয় নেই।
নিস্ক্রিয়তায় তবে কেন মন মগ্ন?
কেড়ে নাও হাতিয়ার, শুভলগ্ন।
করো শোষণের আজ গতি রুদ্ধ;
চালিয়ে যাও প্রতিরোধ, জনযুদ্ধ।।
(৩১/০৩/২০২৩)
কলকাতা