“হায় হায়! এ কি হল?” কাঁদছে আজ মানুষ,
তাতে কিনা সূয্যিমামার হল বৈশাখ মাস!
জলের অভাবে গ্রাম-শহর হল বিধ্বস্ত-বাস,---
নেই বৃক্ষপাতা, নেই বৃষ্টি, এইজন্যে কাঁদছে মানুষ।

মাটি হল শুকনো, জন্মায়নি কোনো গাছ, পাতা,
উঠলো ঝড় আকাশে, কিন্তু হয়নি কোনো বৃষ্টি,
এত সুন্দর পৃথিবীতে কিনা কষ্ট পেল সৃষ্টি,---
এত করে ডাকছি, তবে কেন সাড়া দিচ্ছে না মাতা?

কোথায় গেল জল? কেমন আছে সেখানে?
আর আমাদের কি অবস্থা, সেটা কি সে ভাবছে?
তাহলে কেন হলাম মোরা জলহীন? কেন মানবতা কাঁদছে?---
সাড়া দাও, মাতা! সাড়া দাও! তুমিও কি আছো সেখানে?

দাও মোদের এর সমাধান, ফিরিয়ে দাও জল,
কিছুতেই শুনব না তোমার মুখ থেকে “না” কথাটা,
আর যদি হয়, তাহলে করব না আর তোমার পূজা,---
বোঝাবই তোমায় বোঝাব জল না ফিরিয়ে দেওয়ার ফল।


(২০২০)