ডাক্তার হওয়া, বিজ্ঞানী হওয়া,
বা কোনো জীবিকা নেওয়া
মানুষের জীবনের উদ্দেশ্য নয়।
একদমই নয়।
মানুষের উদ্দেশ্য হওয়া উচিত—
মানুষের মতো মানুষ হওয়া,
প্রকৃত মানুষ হওয়া।
মানুষ ছাড়া আর কিছুই হওয়ার নেই।
তাই আমি কবি হতে চাই না।
আমি মানুষ হতে চাই।
আমি মানুষ হয়ে
মানুষকে ভালবাসব,
মানুষকে ছোট ভাবব না।
নিজেকে সামলে রাখব।
নিজের পায়ে দাঁড়িয়ে নিজের জীবন গড়ব।
আমার জীবন ইতিহাস আমিই লিখব।
(২৭.১১.২২)