(বিঃদ্রঃ কবিতার শেষ দুটি লাইন সলিল চৌধুরীর "আর দূর নেই দিগন্তের বেশি দূর নেই" গান থেকে নেওয়া হয়েছে।)
দীপাবলির শুভ লগ্নে,
প্রতি ঘরে ঘরে
মাটির প্রদীপ জ্বলছে,
জীবন প্রদীপ জ্বলছে।
প্রদীপে আশার আলো জ্বালিয়ে
সব ক্লান্তি দূর করার পালা এবার।
আজকের এই দুর্দিনে, দুঃসময়ে,
আলোর এই উৎসবে
সব ক্লান্তির অন্ত এবার,
সংক্রান্তির লগ্ন এবার।।
(৩রা নভেম্বর ২০২১)