(যুগে যুগে এই পৃথিবীতে যখনই নারীধর্ষণ হয়, তখন প্রত্যক্ষ করা যায় হাজার হাজার দুর্গাদের জাগরণ, শোনা যায় তাদের মুখে জাগরণী গান, জাগরণী স্লোগান। যদিও এই কবিতায় একটি দেবী দুর্গার কথা বলা হয়েছে, কিন্তু এই কবিতা পৃথিবীর হাজার হাজার দুর্গাদের উৎসর্গ করি।)

জাগো তুমি জাগো মা।
এসো এসো মাগো মা।।

অশুভের করো বিনাশ।
রক্ষা করো ইতিহাস।।

ফিরিয়ে আনো আশার আলো।
ভূবন যাতে থাকে ভালো।।

ফিরিয়ে আনো শান্তি।
দূর করো সব ক্লান্তি।।

দূর করো সব অহংকার।
করো সকলের প্রতিকার।।

জ্বালাও আবার পবিত্র ধূপ।
ভাঙো আবর্জনার স্তূপ।।

থামিয়ে দাও এই যুদ্ধ।
থেমে যাক নিঃশ্বাস রুদ্ধ।‌।

মৃত্যু মিছিল তুমি হানো।
নব আনন্দ ফিরিয়ে আনো।।

তোমার আগমনের সুর
নয়কো বেশি দূর।।

অপেক্ষা তোমার জাগরণের।
অপেক্ষা তোমার আগমনের।।

জয় জয় জয় হে মঙ্গলময়ী হে।
জয় শক্তি, জয় ভক্তি, আনন্দময়ী হে।।


(০৬.০৯.২০২১)