দিনের পর দিন, রাতের পর রাত
আতঙ্ক ছড়িয়ে পড়ছে।
পৃথিবীজুড়ে চলছে কালনেমির লঙ্কাভাগ,
সাম্প্রদায়িকতার বিষ চারিদিকে।
আমরা এমন এক পৃথিবীতে আছি,
যেখানে জীবন বিষাক্ত,
ক্ষয়িষ্ণু মানুষের দেহ।
শান্তির নামে অশান্তি সৃষ্টি হচ্ছে।
অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে
গুলিবিদ্ধ হচ্ছে জনতা।
অ্যাটোমিক বোমার বিস্ফোরণে
রক্ত ঝরে পড়ছে।
বিদ্রোহের আগুনে পুড়ে যাচ্ছে অরণ্য,
পুড়ছে ঘরবাড়ি, মানুষের মন।
দ্বন্দ্ব চলছে দেশে দেশে।
ঝরে পড়ছে অশ্রু।
দুর্নীতির খেলা চারিদিকে।
আর ভালো লাগছে না!
জাগো মাতৃভূমি, জাগো পৃথিবী!
আজকে যা হচ্ছে, ভুলে যাও।
শান্ত হও, জেগে ওঠো।....


(9th July 2022)