(এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে এক হিন্দিভাষী তরুণী হিন্দিতে কথা না বলায় এক বাঙালি তরুণীকে অপমান করেছে। এরকম অনেক জানোয়াররা আছে, যারা বাংলাভাষী বাঙালিকে বাংলাদেশী তকমা দেয়। এরা ভারত জুড়ে হিন্দিকে জাতীয় ভাষার মতো প্রচার করে বেড়ায়। অথচ এরা জানে না, আমাদের কোনো রাষ্ট্রভাষা নেই। তারই প্রতিবাদে এই কবিতা। যদি কোনো জন্তু আমার সাথে এই কাজটা করত, আমি তার বদলে ঠিক কী করতাম, সেটা তুলে ধরেছি)

"কী বললি?
আমি ভারতে থাকি কিন্তু হিন্দি জানি না?"

"আচ্ছা!
তোর কী মনে হয়?
হিন্দি ভারতের রাষ্ট্রভাষা?
আর বাংলা বাংলাদেশের?"

"আমাকে হিন্দিতে কথা বলতেই হবে?"

"বাংলা শিখবি?
বাংলা খুবই মিষ্টি একটা ভাষা!"

"চল। আজ তোকে বাংলা শেখাই।
খুব ভালো লাগবে।"
#
এই বলে বাংলা শেখানোর নামে
আমি ওর গালে দেব ঠাসিয়ে এক চড় মেরে।

শালাটা লজ্জায় ভেঙে পড়বে। মুখ দেখাতে পারবে না।
আমার কাছে ক্ষমা চাইবে।

এটাই যথেষ্ট নয়।

প্রয়োজন হলে আমি জুতো দিয়েও ওকে পেটাতে পারি।

ও শালা কিচ্ছু বলতে পারবে না।
শুধু চোখের জল ফেলবে আর দেবে এক দৌড়।

আর আমি বলব চেঁচিয়ে: "জয় বাংলা! জয় বাংলা!"


(২৩/১১/২০২৪)
মালদা