হাসছি আমি, হাসছো তুমি "হা হা হি হি হো হো!!"
কেন হাসছি, কোথায় হাসছি জানেই না সেটা কেহ।
যা দেখছি, যা শুনছি, তাতেই পাচ্ছে হাসি।
হেসে খেলে খুন হয়ে হাসির ঢেউয়ে ভাসি।
হাসতে হাসতে মনে হয় সারাটা বছরই হাসব।
হাসিতে আনন্দে মেতে "ধেই-ধেই" করে নাচব।
সকলে যেন হাসে মন প্রাণ খুলে,
পুরোনো ছন্দে আনন্দে যাক দুঃখ ভুলে।
(৩রা সেপ্টেম্বর ২০২১)