যে ছবিতে প্রকাশ পেত
কত অনুভূতি, কত ভুলে যাওয়া স্মৃতি;
যে বিকেলে চলত শুধু আনন্দের রঙের খেলা
উৎসবের আঙ্গিনায় —
জেগে উঠত অনাবিল শান্তি;
যে শৈশববেলায় আমার দিন কাটত
বন্ধুদের সাথে খেলায়, আর আনন্দে মাতায়;
সেই ছবি, সেই বিকেল, সেই শৈশববেলা —
আজ হারিয়ে গেছে,
হারিয়ে গেছে প্রায় সবকিছু।
হারিয়ে যাওয়া দিনগুলো
আবার কি কখনো ফিরে আসবে —
তার স্বপ্ন রোজ রাতে ঘুমিয়ে দেখি।
স্বপ্ন দেখছি, দেখতে থাকব
হারিয়ে যাওয়া দিনগুলোর।
একদিন সেই স্বপ্ন পূরণ হবেই,
মন খারাপের অন্ধকারকে পরাস্ত করবেই করবে।
(09.10.2021)