(এই মুহূর্তে HMPV ভাইরাস নিয়ে গুজব-আতঙ্ক ছড়িয়ে পড়ছে সারা দেশ জুড়ে। এই আতঙ্ক কে ছড়াচ্ছে? কে আবার? সংবাদমাধ্যম। সে বোধহয় ডাক্তারদের কথা বিশ্বাস করে না, তাই সে নিজের বানানো খবর দেশবাসীকে শোনাচ্ছে TRP বাড়ানোর লোভে। অথচ ডাক্তাররা বলছেন, HMPV ২০০ বছর আগে থেকেই ছড়াচ্ছে, আর এটি কেবল ‘সাধারণ’ শ্বাসযন্ত্রের রোগ। সংবাদমাধ্যম হয়তো ভাবে, এটি কোভিডের মতো ‘বড়’ এবং ‘নতুন’ একটা রোগ। তাই আর সংবাদমাধ্যম নয়, ডাক্তারদের ওপরেই আমার বিশ্বাস।)
গুজব ছড়ায়,
আতঙ্কে ভরায়
এই দেশকে নিউজ চ্যানেলগুলো
বাড়াতে টিআরপি;
যা হয় আর কি।
ছুঁড়ে দেয় সবার চোখে ধুলো।
কে কোথায়
আক্রান্ত হয়
পুরনো ভাইরাসে, ব্রেকিং খবর—
এর ফাঁদে পড়ে
মানুষ ভয়ে মরে,
গুজব-রোগ ছড়াচ্ছে রাতভোর।
কত ডাক্তার
বলছেন, "আর
আতঙ্কের কিছুই এখন নেই।"
তবু জ্ঞান-হুঁশ
ফেলে দিয়ে মানুষ
গুজব খবর থাকে শুনতেই।
গুজবে আর
বিশ্বাস নেই, ছাড়!
কান দিতে চাই না এই গুজবে।
চলছে সময়
ভালো, নেই ভয়,
দেখবে এসব ‘গুজব’ প্রমাণিত হবে।
ভাইরাস পুরনো হয়েই থেকে যাবে।