যতই আন্দোলন হোক,
যতই বিপ্লব হোক,
যতই মারামারি হোক,
যতই আগুন জ্বলুক,
যতই রক্তপাত হোক,
যতই আঁধার নামুক,
গণতন্ত্রের অস্তিত্ব চাই-ই চাই।
দেশ আছে,
মানুষ আছে,
কিন্তু — "গণতন্ত্র" নেই।
ক্ষমতা এখন নেতাদেরই হাতে।
মানুষ এখন শুধুই প্রজা।
‘গণ’তন্ত্র হারিয়ে গেছে,
প্রতিষ্ঠিত ‘স্বৈর’তন্ত্র।
শাসনের নামে চলে "শোষণ"।
নির্বাচনের নামে চলে নির্বা‘স’ন।
গণতন্ত্রে আগুন জ্বলছে,
আগুন নেভাতে হবে।
গণতন্ত্রে রক্ত ঝরছে,
রক্ত ধুইয়ে দিতে হবে।
গণতন্ত্রের অস্তিত্ব হারিয়ে যাচ্ছে,
অস্তিত্ব ফিরিয়ে আনতে হবে।
(১২.০৬.২৩)