(প্রতি ঘূর্ণিঝড়ের প্রভাবে যে অঞ্চলগুলো সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়, সেই অঞ্চলগুলোর‌‌‌ বিপর্যয়ের ছবিই তুলে ধরা হয়েছে এই কবিতায়। এই মুহূর্তে যে "দানা" ঘূর্ণিঝড় খবরের শিরোনামে উঠে আসছে, সেই ঝড়ের প্রেক্ষাপটেও এই কবিতা প্রযোজ্য।)

হে প্রকৃতি, শান্ত হও তুমি।---
ঝোড়ো হাওয়া দিয়ে শেষ করো না সব।
ঘর, গাছপালা ভেঙে দিও না।
বন্যা তুমি আনো না ঘরে ঘরে।
তুমি অশান্ত হলে
আকাশ বাতাসের দূরবস্থা হবে।
তুমি অশান্ত হলে পরে
অসহায় হয়ে পড়বে মানুষ।---
হয়ে উঠবে তারা গৃহহারা,
হয়ে উঠবে খাদ্যহীন।
যদি তারা কিছু না পায়,
তাহলে তাদের কি হবে ---
সেটা ভেবে দেখেছ কি তুমি?
তাই বলছি,--- তুমি
শেষ করে দিও না সব,
ভেঙে দিও না গাছপালা।।


(২৬শে মে ২০২১)
"ইয়াস" ঘূর্ণিঝড়ের প্রেক্ষাপটে লেখা এই কবিতা