সেই বিখ্যাত গোয়েন্দা
আজো আছে মন জুড়ে।
তার গোয়েন্দাগিরির কাহিনী
আজো রোমাঞ্চকর, হৃদয়ে অমর।
দিকে দিকে তাই বাজে তার জয়জয়কার।
সে তোমার আমার সবার প্রিয়
প্রদোষ চন্দ্র মিত্র —
ফেলুদা।
হে ফেলুদা,
তুমি ফিরে ফিরে এসো।
নতুন নতুন গল্প নিয়ে,
নতুন নতুন চমক নিয়ে,
ঝড়ে যাওয়ার দুঃখ ভুলে
নতুন নতুন স্বপ্ন নিয়ে
নতুন নতুন আশা নিয়ে
ফেলুদা তুমি সাক্ষী থেকো।
(ডিসেম্বর ২০২১)