চিত্ত যেথা ভয়ার্ত, নত যেথা মাথা,
যেথা মানুষ বিপন্ন, বিপন্ন দেশমাতা,
যেথা সমাধিস্থ মানুষের ভালবাসা,
যেথা মোমের মতো গলে যায় আশা,
যেথা পাতার পর পাতায় ভরে শুধু রক্ত,
সহজ করে সেথা বাঁচা অনেক শক্ত।
এমন দেশ কটা আছে এই ধরাতলে?
"এ দেশের কিচ্ছু হবে না," মানুষ বলে।
"এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি।
ভীতিমাখা, রক্তাক্ত সে যে আমার জন্মভূমি।।"

"প্রতিবাদীর মৃত্যু হয়, প্রতিবাদের নয়।"
কিন্তু এদেশে প্রতিবাদ করতে করে ভয়।
প্রতিবাদ করতে গিয়ে কত ছাত্র মরে।
শোক পাই, ভয়ও পাই মৃত্যুর খবরে।
সুদীপ্ত, মঈদুল, আনিস, বরুণ—
মর্মান্তিকভাবে একে একে হয় খুন।
এমন দেশ কটা আছে এই পৃথিবীতে?
পারি আমরা সবাই এটা স্বীকার করে নিতে।
"এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি।
ভীতিমাখা, রক্তাক্ত সে যে আমার জন্মভূমি।।"


(০৯/১১/২৩)