জন্মেছিলাম ভারতবর্ষে,
জন্ম ছিল সার্থক।
এদেশ আমার কাছে ছিল
এক "আনন্দলোক"।
এদেশ ছিল পুরানো
শান্তি সুখ জড়ানো
ছিল জীবন খাতার পাতায়
আছে তা এখনো।

সেই পুরানো ভারতবর্ষ
হঠাৎ হারিয়ে গেছে।
শান্তি সুখের মৃতদেহ
ছড়িয়েছে কাছে দূরে।
স্রোতে ভেসে ভেসে
যেন এলেম নতুন দেশে।
সবকিছু হয়েছে শেষ
এই নতুন দেশে।

ভেঙে গেছে কত বাড়ি,
গড়েছে নতুন ঘর।
কেউ আজ আপন নয়,
সবাই এখন পর।
হারিয়ে গেছে ভালবাসা,
ভালো থাকার আশা
ফুরিয়ে গেছে মম জীবনে।
কিছু বলার নেই ভাষা।

আগুন জ্বলেছে প্রখরভাবে
ইতিহাসের পাতায়।
ভালো কিছু আর পড়ে নেই
এই জীবন খাতায়।
কলেজ ক্যাম্পাসে ragging,
নিয়োগের লড়াইয়ের বহুদিন,
নিরাপত্তাহীনতা—
এভাবেই কাটে প্রতিদিন।

সারা দেশ উন্মত্ত হয়
"জয় শ্রী রাম" স্লোগানে।
শব্দবদল হয়ে গেছে
রবি ঠাকুরের গানে।
"বাঙালির" নেই মর্যাদা,
থাকবে শুধু "বাংলা"।
কবিতা-গান ধ্বংসের পথে,
কবিতা-গানেও বিপন্নতা।

এভাবেই মোরা বেঁচে আছি
এই নতুন দেশে।
সার্থক মোদের জনম
এই দেশকে ভালবেসে।


(১৫/১২/২৩)