একটা ঝড় চাই।
এমন একটা ঝড়,—
যেখানে দূর্ভিক্ষের নয়,
আনন্দের দমকা হাওয়া বইবে।
সব দুঃখ, সব আঁধার উড়িয়ে দেবে।
পৃথিবী থেকে সরিয়ে দেবে যত মহামারি।
নতুন একটা পৃথিবীতে এনে দেবে মোদের।
আনন্দের গান গাইবে সবাই।
একটা ঝড় চাই।
এমন একটা ঝড়,—
যেখানে বইবে মানবিকতার দমকা হাওয়া।
দূর করে দেবে মানুষের মনে
যত অহংকার, যত লোভ আর রাহু।
ফিরিয়ে দেবে তাদের শুধু সততায়।
ফিরিয়ে দেবে তাদের সত্যের জগতে।
এইরকম একটা ঝড়ের অপেক্ষায় আজও আছি, থাকব।
(4th December 2021)
কলকাতা