যত নীলিমায় নীল আকাশ দেখছি,
যত পেঁজা তুলোর মত মেঘ দেখছি,
যত পাল্টা হাওয়া বইতে দেখছি,
ততই মনে একটা অনুভব হচ্ছে—
এ নির্মল আকাশ, এ মলয় বাতাস
আমি যেন রোজ দেখতে পাই।
এ পাল্টা হাওয়া, হিমের পরশ
আমার গায়ে যেন রোজ লাগে।


(১১/১০/২৩)