আজ আমাদের অনশনের দশ দিন পার।
তবু হায়, পায়নি তিলোত্তমা তার বিচার।
আজ আমাদের পাশে লাখ লাখ জনতা।
তবু দাবি মানছেন না মুখ্যমন্ত্রী মমতা।
দুর্গাপুজো শেষ, এখন শুরু বিজয়া।
বিচার না পেয়ে আজও কাঁদছে অভয়া।
তবু চলে প্রতিবাদ, কেটে গেছে দু'মাস।
২০২৪ সাল হয়ে গেছে ইতিহাস।
চোখে চোখ রেখে লড়ে যাচ্ছি এ লড়াই।
আমরা এই ইতিহাস ভুলে যেন না যাই।
এরই মধ্যে কিছুজন হয়েছে অসুস্থ—
অনিকেত থেকে শুরু করে পুলস্ত্য।
হয়তো অসুস্থ হয়ে পড়ব আমিও।
তবু বিচার পাবই আমরা, দেখে নিও।
প্রয়োজন হলে দিয়ে দিতে পারি প্রাণ।
তবু মোরা কণ্ঠ তুলবো, গাইবো গান।
শুনব না পুজো কার্নিভালের থিম সং।
দেখব না সরকারের আলফাল ঢং।
প্রতিবাদও এক ধরণের উৎসব—
একত্র হয় সবাই, হয় কলরব।
আমরা করব উদযাপন দ্রোহের কার্নিভাল।
সরকারের দিকে সদা থাকবে খেয়াল।
আমাদের পাশে থাকে লাখ লাখ মানুষ।
"জাস্টিস চাই" বলে ওড়ে আশার ফানুস।
দেখি সরকার যদি শোনে মোদের কথা,
যদি সমাজের অভয়ারা পায় স্বাধীনতা।
প্রয়োজন হলে মোরা দিতে পারি রক্ত।
তবু এই সংগ্রাম হবে নাকো ব্যর্থ।
(অথবা, "তবু আমাদের চোয়াল থাকবে শক্ত।")
(১৪/১০/২০২৪)
মালদা