সকাল মানেই এক কাপ চা,
খেতে লাগে ভীষন ফ্রেশ,
খেতে একদম দুধের মতন,
তার কালারটাও সুন্দর বেশ।

সকাল সকাল ঘুম থেকে উঠে
ব্রাশ করে বেয়াম করার পরেই
টেস্টি টেস্টি চা খাই,—
এটাই তো করা উচিত সকালে।

চা মোরা বিভিন্ন কাপে খাই—
কখনো মাটির ভাঁড়ে,
কখনো বা কাঁচের কাপে,
কখনো বা গ্লাসে করে।

চাও বিভিন্ন টাইপের আছে—
কখনো দার্জিলিংয়ের চা,
কখনো দুধের চা,
খেতে লাগে ভীষন ফ্রেশ।

চা কখনো মোরা বিস্কুট দিয়ে খাই,
কখনো খাই এমনিই,
আবারও বলছি, “খেতে লাগে
ভীষন ফ্রেশ আর টেস্টি।"

চা-ই আমাদের সকালবেলার
সবচেয়ে ফেভারিট ব্রেকফাস্ট,
চা না খেলে অসুস্থ মোরা
হই, তখন কি হতো মোদের?

তার জন্যেই তো বলে, “প্রতিদিন
সকাল সকাল চা খেতে হয়,
খেলে সব রোগমুক্ত হবে,
হবে সব ফ্রেশও।"


(1st March 2021)