(কলকাতা মেট্রোয় আত্মহত্যার বাড়বাড়ন্ত বেড়েছে। চাঁদনী চকের পর শোভাবাজারে আজ মেট্রোয় ঝাঁপ দেওয়ার খবর মিলেছে।)
আমি আজ হতে পৃথিবী ছেড়ে বিদায়
ঝাঁপ দিয়েছি রেল লাইনে, হয়েছি খবর,
হয়েছি জনগণের মাথাব্যথার বড় কারণ,
এই লাইনেই তৈরি হোক আমার কবর।
আমি আর পারি না বেশি টিকে থাকতে,
টিকে থাকার মধ্যে আছে দারুণ যন্ত্রণা।
আমি আর মনে মনে চেঁচাতে পারি না,
আমার বুঝি অধিকার নেই থাকার আনমনা।
পৃথিবীতে বেঁচে থাকার এক অদ্ভুত নিয়ম—
যেখানে সেখানে যন্ত্রণা সইতেই হবে।
কিন্তু কে বুঝবে আমি আর পারি না যে!
আমি বারবার চিন্তা করি— মুক্তি পাবো কবে?
ভেবে দেখেছি— আত্মহত্যাই মুক্তি-পথ
গলায় দড়ি নয়, এবার রেললাইনে ঝাঁপ।
যে যা বলুক আমায় নিয়ে, আমি মুক্তি পেয়েছি
তোমাদের মনে বাড়বে এবার দুশ্চিন্তার উত্তাপ।
তবু আমি বেঁচে গেছি, ভুলেছি সব যন্ত্রণা।
ভুলেছি যত মানসিক চাপ আর অবসাদ।
এই মেট্রোয় আমার স্মৃতি লেখা হয়ে গেল,
আমি এখন মুক্ত, হয়েছি সংসার থেকে বাদ।
(০৯/১১/২০২৪)
মালদা