(আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর প্রসঙ্গে)
এই রাত জানোয়ারদের।
ওই চাঁদ জানোয়ারদের।
শুধু ওদের।
এই রাত বিভীষিকাময়।
মনে জাগে শুধু এই ভয়।
রক্ষা হয় কাদের?
ওরা মেয়েদের পিছু নেয়,
তারপর খুন করে দেয়।
শাস্তি হোক ওদের।
(১১/০৮/২০২৪)