বাইরে এখন দারুণ বৃষ্টি হচ্ছে।
বৃষ্টির জলে নতুন নতুন গাছ হচ্ছে,---
ফুল ফুটছে; ময়ূর নাচছে,
পাখি গান গাইছে ---
"বৃষ্টি পড়ে টাপুর টুপুর,
নদে এলো বান।।"
এই বরষার পাগলা হাওয়া মাতিয়ে দিচ্ছে ভূবনকে।
আমি সেই পাগলা হাওয়া খাচ্ছি,
বৃষ্টির দিকে তাকাচ্ছি,
বৃষ্টি নিয়ে কবিতা লিখছি,
অনাবিল এক আনন্দ উপভোগ করছি।
এখন আমার ভীষন ভালো লাগছে এই বৃষ্টিতে।।


(১০.০৭.২২)