২৫শে ডিসেম্বর জন্মেছিলেন ‘পৃথিবীর’ যীশু।
২৫শে ডিসেম্বর প্রয়াত হয়েছিলেন ‘কলকাতার’ যীশু।

পৃথিবীর যীশু পথে প্রান্তরে
করেছিলেন ধর্মের প্রচার।
ক্রুশবিদ্ধ হয়েও, নির্মমতায় জর্জরিত হয়েও
তিনি বিশ্বপ্রভু, আশীর্বাদদাতা।
কলকাতার যীশু বাংলা কবিতায়
গেয়েছিলেন জীবনের জয়গান।

‘কলকাতার যীশু’রা আজও বিপদে আপদে
শহরের বুকে টলতে টলতে হেঁটে যায়।

‘অমলকান্তি’রা আজও রোদ্দুর হওয়ার স্বপ্ন দেখে,
স্বপ্ন পূরণ হওয়ার জন্য অপেক্ষা করে।

‘উলঙ্গ রাজা’র উৎপাত
আজও মাটিকে, মানুষকে করে তোলে উল্লসিত।
সেই সাহসী শিশু যে প্রশ্নটা করেছিল,
"রাজা, তোর কাপড় কোথায়?"
সে প্রশ্নের কোনো উত্তর পাওয়া গেছে কি?
আজও কি উলঙ্গ রাজাদের কাপড়ের বড় অভাব?
অথবা কাপড় পরতে কি তাদের ইচ্ছে নেই?

এই দুই যীশু পৃথিবীর ইতিহাসে বিরল হয়েই থেকে যান।


(২৩শে ডিসেম্বর ২০২৩)
কলকাতা