এখন, কিছুদিন ধরে দেখি—
সংবাদপত্র খুললেই— একি!
একই ধর্ষণ-খুনের খবর!
মানবিকতা পেয়েছে কবর।

এখন কিশোরী, নাবালিকা
হচ্ছে একই রোগের শিকার।
হারিয়েছে মানবিকতা,
বেড়ে গেছে পাশবিকতা।

এই খবর চোখে পড়ে
প্রথম পাতায়, অভ্যন্তরে।
দিনে-রাতে একই খবর
শুনে, পড়ে আসছি বারবার।

সমাজ বোধহয় পাল্টাবে না,
মানুষ আর মানুষ হবে না।
ধর্ষণ গভীর সামাজিক অসুখ,
অসুস্থ সময়, শুধু দুখ।

বিচার শুধুই অধরা থাকে,
অর্ধেক আকাশ আঁধারে ঢাকে।
বুঝেছি, সময় পাল্টাবে না,
বিচার পাওয়া যাবে না।

প্রতি দিন-রাত আসতে থাকবে এমন খবর।
প্রেম আর ভালবাসার ঠিকানা আজ কবর।

(০৪/১১/২০২৪)
কোন্নগর, হুগলি