দিকশূন্যপুর এমনিই একটা জায়গা।
সেখানকার নেই কোনো দেশ,
                         কোনো শহর,
                         কোনো গ্রাম।
সেখানে জীবন বড় মধুময়।
সেখানকার মানুষ সৎ, আদর্শ—
কারোর মনে নেই লোভ, ঘৃণা।
আছে শুধু ভালবাসা, বেঁধে বেঁধে থাকা,
সম্পদহীন জীবনযাপন।
সেখানে আছে শান্তি, স্বাধীনতা, সুখ—
যা মানুষ চায়, কিন্তু পায় না।
পৃথিবীর সবচেয়ে মধুর স্থান দিকশূন্যপুর।
সুনীল গঙ্গোপাধ্যায় প্রথম
স্বপ্ন দেখেছিলেন এই জায়গাটির,
লিখেছিলেন এক উপন্যাস —
"চলো দিকশূন্যপুর"।
ইচ্ছে তো হয় সকলেরই
পাখি হয়ে উড়ে যেতে
বহুদূরে — দিকশূন্যপুরে।
যারা সেখানে আছেন/থাকেন,
তাদের জীবন বদলে যায়।
আমরাও চাই
দিকশূন্যপুরে গিয়ে নিজেদের জীবন পাল্টাতে।
সেখানে বয়ে যায় নতুন জীবনধারা —
সহজ সরল অনাবিল জীবনধারা,—
যা মানুষ চায়, কিন্তু পায় না।


(২৩/০৬/২৩)