হিন্দু হয়ে হিন্দু ধর্মকে ভালবাসতাম,
গর্ব করে পুজো করতাম দেবদেবীদের।
ভালবাসা ছিল অন্য ধর্মের প্রতিও—
এসব তো কেবলই কথা সুদূর অতীতের।
আজ ২০২৪-এ দেশটাকে দেখো—
কী প্রকারে হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি।
ওরা বলেছে— দেশটাকে হিন্দু রাষ্ট্র বানাবে,
তাই বাধ্য হয়েছি ছাড়তে ধর্মপ্রীতি।
ওরা করেছে অপমান মুসলমানদের খুব,
করে দিয়েছে আমার ভাইদের ছোট।
দুদিন পর দেখা যাবে— ওরা দেবে গালি;
গণতন্ত্র খুন হয়ে যাচ্ছে প্রতিনিয়ত।
এখন আমি ধর্মে নেই, জিরাফেও নেই,
আর প্রণাম করি না মন্দিরের দেবদেবীদের।
ক্রমশ দূরে সরে যাচ্ছি নিজের ধর্ম থেকে,
হিন্দু হতে লজ্জা করছে আমার নিজের।
আমার আর আগ্রহ নেই ধর্মীয় উৎসবে,
গাওয়ার কোনো ইচ্ছে নেই ধর্মীয় গান।
কেউ আমাকে ধর্ম চাপিয়ে দিলে বলব—
"প্লিজ় আমার থেকে দূরে সরে যান।"
কী এই ধর্মের নীতি, শাস্ত্র, আদর্শ,
আমি জানতে চাইছি না, জানছি না।
মোক্ষম কথা— ধর্ম নিয়ে সাম্রাজ্যবাদী
রাজনীতি মানব না, মানছি না।
যদি গণতন্ত্রকে সত্যি বাঁচাতে হয়,
হয় এই রাজনীতি বন্ধ করে দাও,
নয় ধর্মকেই মন থেকে সরাতে হবে।
এই সহজ কথাগুলো মেনে নাও।
নইলে তোমরা মরে যাও, নরকে যাও।
দেখি কেমন সুখ সেখানে পাও।।
(১৭/০৬/২৪)