এ মাটি আমার সোনার দেশের মাটি।
এ মাটি সকল মাটির চেয়েও খাঁটি।।

এ মাটিতে ফলে কত ফুল, ধান।
এ মাটির প্রকৃতি জুড়ায় পরাণ।।

এ মাটির পাখির গান জুড়ায় মন।
তাঁদের খেলায় মাতে মোদের জীবন।।

এ মাটির সকাল-সন্ধ্যা দেয় অপূর্ব সৃষ্টি।
এ মাটির এমন সৃষ্টি দেয় আনন্দের বৃষ্টি।।

এ মাটির বুকে ফোটে শরৎকালের কাশ।
এ মাটির গাছে গাছে ফোটে বসন্ত-পলাশ।।

এ মাটির বুকে ময়ূর নাচে আনন্দে বর্ষায়।
এ মাটির বর্ষা-আকাশের মেঘ "দুরু-দুরু" গর্জায়।।

এ মাটির সাগর, নদী, পাহাড় আর আকাশ
সংহতি-ঐক্যের ইঙ্গিত, আনে মুক্ত বাতাস।।

এ মাটি কোনো যুদ্ধে কখনো মানে না হার।
এ মাটির মানুষ ও সংস্কৃতি তাঁর অহংকার।।

এ মাটিকে মন থেকে আমি জানাই প্রণাম।
এ মাটির নামে গাই "জয় হোক" জয়গান।।


(১৬ই আগস্ট ২০২১)