দানবের সঙ্গে হবে লড়াই মহামানবের।
জয় হবে মানবের, হার হবে দানবের।।
দানবের দুঃশাসনে পৃথিবী আজ লজ্জিত।
দানবের জন্যে জীবন অন্ধকারে সজ্জিত।।
দানবের দুঃশাসন করেছে মোদের সর্বনাশ।
পৃথিবীকে করেছে সে মহা বিধ্বস্তবাস।।
দানব করেছে আকাশ কালো, বাতাস কালো।
মুছে দিয়েছে সবার মন থেকে যত ছিল আলো।।
দানবের এর জন্যে মৃত্যু চাই, মৃত্যু চাই।
দানবের সঙ্গে মহাযুদ্ধ চাই, চাই, চাই।।
দানবের হার নিশ্চিত, মানবের হবে জয়।
দানব তখন মরবে, আসবে মানবের সুসময়।।
পৃথিবী তখন হবে আলোকসজ্জায় ভরা।
মানবের তখন সম্ভব হবে নতুন পৃথিবী গড়া।।
দানবের সঙ্গে হবে লড়াই মহামানবের।
জয় হবে মানবের, হার হবে দানবের।।
(০১.০৬.২০২১)