(অনেক সময়ে বাঙালি সব বুদ্ধিজীবীদেরই "চটিচাটা" বলে। কিন্তু আসলে সবার ক্ষেত্রে তা হয় না। কিছু মানুষ এখনো আছেন যাদের শিরদাঁড়া সোজা আছে, যারা নিজেদের কাজের মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করেন। কিন্তু তাদের সংখ্যা নগণ্য।)

হে সম্মানীয় চটিচাটা বুদ্ধিজীবীগণ,
আপনাদের কাছে আমি রাখতে চাই এক প্রশ্ন।
এই প্রশ্ন শুনে আপনারা যেন রেগে না যান।

এই যে আপনারা নিজেদের সম্মান শিকেয় তুলে
দুর্নীতিবাজ ক্ষমতাবানের চটি চাটতেই থাকেন,
বলি, সেই চটি কেমন খেতে?
চটির তলায় যে চোরাবালি, তা কেমন খেতে?
খুব সুস্বাদু না?
এতই সুস্বাদু যে বারবার চটি চাটলেও
আরো বেশি করে চাটতে ইচ্ছে করে, তাই না?
যত চটি চাটেন আপনারা,
ততই ক্ষমতাবান আপনাদের মাথায় হাত দিয়ে
আশীর্বাদ করে বলেন—
"নাও বাছারা, আমার চটি চাটতে থাকো
আর নিজেদের মানসম্মান শিকেয় তোলো।
কোনো অন্যায় ঘটলে ঘটুক,
তোমরা একবারও মুখ খুলবে না, চুপটি করে থাকবে।
কোনো এলাকার সাংসদ হলে
তোমরা এলাকার জন্য কিচ্ছু করবে না,
শুধু কুড়ি টাকার পাউচের সঙ্গে পার্টি করবে,
কাড়ি কাড়ি টাকা নিয়ে নোংরা খেলা করবে।"
তাই না?

তাই বলে আপনারা কি আমাকে চটি চাটতে বলবেন?
আমি বলব—
"নো থ্যাংকস।
আমি চাই না ওই চটি চাটতে।
যদি চাটি, তবে মুখ থেকে বমি বেরোবে,
শরীর খারাপ হবে,
সংক্রামক রোগ শরীরে দানা বাঁধবে।"

আরেকটি প্রশ্ন আপনাদের কাছে—
আর কত চটি চাটবেন?
শিরদাঁড়ায় আর কত জং ধরবে?
আর কোনোদিন কি আপনারা এই বদঅভ্যাস ছেড়ে দেবেন?
আর কোনোদিন কি আপনাদের শিরদাঁড়া জংমুক্ত হবে?
অথবা সোজা হবে?
আমার জানতে খুব ইচ্ছে করে।
আমি আছি উত্তরের অপেক্ষায়।


(২৮/০৯/২০২৪)