পূর্ণিমা রাতের চন্দ্রগ্রহণে
জ্যোৎস্নার আলো
আমার চোখে দেখা দেয় বারান্দা থেকে।
ইচ্ছে হয় তখনই ---
একবার বাইরে গিয়ে চাঁদ দেখি ---
আমার প্রাণ যাতে জুড়ে যায়।
ইচ্ছেমতোই বাইরে বেরোই,
গিয়ে মন দিয়ে দেখি ---
চাঁদের আলোয় আলোকিত রাতের গোটা আকাশ,
দেখা যায় তার মেঘ, দেখা দেয় অজস্র তারা।
তবে গগনে নয়, আলো দেখা দেয় মাটিতেও।
জ্যোৎস্নার আলোয়
আমার তোমার সবার অন্ধকার যায় মুছে,
পাজি দুষ্টু রাহুও।
এই চন্দ্রগ্রহণ যেন মনে হয়
সূর্যগ্রহণের চেয়েও মঙ্গলের,
অন্ধকার ছাড়াও আনে চন্দ্রগ্রহণে আলো,
দূর করে দেয় যত আঁধার।
তাই জন্য তো মোরা দেখতে ভালবাসি
আমাদের খাঁটি মিষ্টি চাঁদকে।
(23.08.2021)
কলকাতা