"বেলাগাম পৃথিবীকে দিলাম ছুটি
আমি
শেকলে বেঁধে মহাকাশ"
— রূপম ইসলাম
এসো বন্ধুগণ,
যত মন-ভাঙানো দুঃখ-ঘটনা ফেলে দিয়ে ডাস্টবিনে
এবার চলে যাই পৃথিবী ছেড়ে।
গন্তব্য— অন্তবিহীন মহাকাশ,
যা সূর্যকে ভেদ করে,
যেখানে সব তারা-উপগ্রহ ভেসে বেড়ায়,
যেখানে চাঁদের পাহাড় দেখতে চাঁদের মাটিতে পা রাখা যায়।
এই পৃথিবীতে থেকে আর কী লাভ?
এখানে এমন কিছু ঘটনা ঘটে,
যা মন ভেঙে দেয়,
যা মাথা খারাপ করে দেয়।
এখানে এমন কিছু মানুষ আছে,
যাদের কথা শুনতে ভাল্লাগে না,
যাদের মুখ দেখতে ইচ্ছে করে না।
এখানকার প্রত্যেকটা দেশে-শহরে-গ্রামে শুধু বিষ, অন্ধকার
যা চোরাবালির মতো গ্রাস করে আমাদের।
মুক্তি পেতে না হয়
সুনীতা উইলিয়াম্সের মতো জীবনের শেষ কটা দিন কাটিয়ে দিই
একেবারে মহাকাশে, রকেটে চেপে—
যেখানে আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনব,
বন্ধুরা বাদ্যযন্ত্র বাজালে আমি গান গাইব,
একা রকেটের জানলার ধারে বসে মহাকাশ দেখতে দেখতে কবিতা লিখব—
যে কবিতায় থাকবে মুক্তির অপার আনন্দ।
এই আনন্দেই আমরা কাটাতে চাই পৃথিবীতে কয়েকটা দিন।
কিন্তু পৃথিবীতে তো সেই অবকাশ আর নেই।
তাই, আমি আহ্বান জানাচ্ছি—
গাইস, লেট্স গো!
চলে যাই পৃথিবী ছেড়ে
দিগন্ত-বিস্মৃত ঐ মহাকাশে
যেখানে স্বপ্ন-পূরণের প্রবল সম্ভাবনা আছে,
যেখানে পাওয়া যায় স্বাধীনতা।
রবি ঠাকুর, আপনি প্রশ্ন করেছিলেন:
"মুক্তি? ওরে মুক্তি কোথায় পাবি,
মুক্তি কোথায় আছে।"
শুনুন—
মুক্তি আছে মহাকাশে,
আর কোত্থাও না।