মেয়েদের পক্ষে আইন হয়েছে,
ছেলেদের পক্ষে আইন হয়েছে।
এবার ছাত্রদের পক্ষে আইন হোক।
সেই আইন অনুযায়ী
Ragging বন্ধ হোক,
সোশ্যাল মিডিয়ার ব্যবহার বন্ধ হোক,
সিনেমায় অশ্লীল, ধর্ষণের দৃশ্য দেখানো বন্ধ হোক,
গানে-গানে অশ্রাব্য কথা বলা বন্ধ হোক,
অভিভাবকদের "বড় মানুষ" হতে জোর করানো বন্ধ হোক।
এই আইন কঠোরভাবে মান্য হলে
ছাত্রমৃত্যুর আশঙ্কা আর থাকবে না,
ছাত্রনিরাপত্তা হবে সুনিশ্চিত।
এই আইনের দ্বারা দেশ পুরোপুরিভাবে সুরক্ষিত থাকবে।
তাতে আর স্বপ্নদীপের মতো তরতাজা প্রাণগুলোকে
জীবন বিসর্জন দিতে হবে না।
আমি চাই—
ছাত্রদের পক্ষে ভালো রকমের আইন হোক।
সুকান্ত ভট্টাচার্যের স্বপ্ন অনুযায়ী
এদেশ শিশুদের বাসযোগ্য হোক।
এদেশের সরকার ছাত্রদেরও কথা ভাবুক,
নির্যাতনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক।
সেই সময়ের জন্য আমি অপেক্ষায় থাকব।
(১৫ই আগস্ট ২০২৩)