ছেলে-মেয়েরা একসঙ্গে কথা বললে কী অসুবিধে?
লোকে মনে করে—
এরা পড়াশোনা করে না,
এদের কোনো চাকরি নেই, কাজ নেই।
সঙ্গীহীন ছেলেরা "ছিঃ ছিঃ" বলে,
ভাবে—
এদের কোনো লজ্জা-শরম নেই।
ছেলেরা নাকি মেয়েদেরই বেশি হেল্প করে —
       কে বলে এসব কথা?
কারা শেখায় এসব?

সম্পর্কের কোনো বিকল্প নেই,
লোকে কী বলে তার তোয়াক্কা নেই।
সব ছাড়িয়ে ভালবাসা চলতেই থাকে।
ছেলে-মেয়েরা তো ভালবাসার কাঙাল
সবার মতোই।
এরা ভালবাসে বলেই একসঙ্গে কথা বলে—
সে নিয়ে এত মতামত?
             এত বিতর্ক?
             এত চিৎকার?


(২৪/০৪/২৩)
কলকাতা