আজ তুমি আবার এলে ---
আমি আবার খুশি হলাম।
যেই ভ্যাপসা রোদ্দুর
আমার সব ফুল, সব পাতাকে শেষ করে দেয়,
আমি দুঃখ পাই।
কেউ আমার কাছ থেকে
কোনো খাবারই পায় না,
কেউ আমাকে ভালোবাসে না।
আমি সত্যিই এর জন্য দুঃখিত।
আমার হারিয়ে যাওয়া ফুল ও পাতা
আবার ফিরে পাওয়ার জন্য
তোমার জন্যে করি এত অপেক্ষা,
কিন্তু তুমি আর আসো না,
আরো দুঃখ পাই।
সেই অপেক্ষা আজ হল শেষ,---
ভ্যাপসা রোদ্দুর চলে গেল,
তুমি আবার এলে,
তোমার জন্য আবার আমার হারিয়ে যাওয়া
ফুল ও পাতা ফিরে পেলাম।
আমি সত্যিই আবার খুশি হলাম,
আনন্দে সবারই হয়ে মেতে উঠলাম।
আসলে তুমি আমার সবথেকে প্রিয় বন্ধু,---
তুমি বারবার আমার হারিয়ে যাওয়া ফুল ও পাতা ফিরিয়ে দাও,
আর তুমি সারাক্ষন পড়লে
কত ঠাণ্ডা হাওয়া লাগে অন্যদের, আমারও।
তোমায় ছাড়া
আমার মতো প্রত্যেকটা গাছই অসম্পূর্ণ,
তুমি না থাকলে
আমি ওই ভ্যাপসা রোদ্দুরের জন্য
খুব অসহায় হয়ে পড়ি।
তুমি আবার ফিরে এসো।
আমি তোমার জন্য আবার অপেক্ষা করব।
এইজন্য তোমাকে এই বার্তা।
"ধন্যবাদ" বলে শেষ করলাম এই বার্তা।
আবার দেখা হবে তোমার।
(৩রা মে ২০২১)