যে সমাজে আমরা বাস করি,
সেই সমাজে সবার সমান অধিকার আছে ---
স্বাধীনভাবে বেঁচে থাকার, কথা বলার, লেখার।
সব মানুষই এই সমাজে সমান।
এ অধিকার মোদের জন্মগত অধিকার।
কিন্তু না ---
মানুষের অধিকার আজ আর নেই।
বিপন্ন এই সমাজ, এই দেশ।

মানুষের স্বাধীনতা কেড়ে নিচ্ছে কিছু স্বার্থপর মানুষ,
যারা মানুষ নিয়ে খেলছে "খেলা হবে" বলে।
অত্যাচার ও অনাহারে মানুষ যাচ্ছে মরে।
এদেশ যেন স্বর্গ থেকে নরকে পরিণত।
এই অত্যাচারের শিকার হচ্ছে মানুষ,
তাই তারাও করে যাচ্ছে অত্যাচার,
আবার এই অত্যাচারের জন্য তারা নিজেই মরছে।
অন্যদিকে
চাষীদের চাষের বেতন নেই।
শ্রমিকদের শ্রমের মূল্য নেই।
যুবদের ভবিষ্যৎ নেই।
বিকিয়ে যাচ্ছে সবকিছু।
বিকল্প নেই কারোর।
অবস্থা নয় ভালো।

এই সমাজ খুব ভয়ঙ্কর হচ্ছে।
মানুষ এক ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে।
যেভাবেই হোক,
এ সমাজকে বদলাতে হবে।
এমনভাবে বদলাতে হবে,
যেন সবাই সমানভাবে বাঁচতে পারে;
বিভেদ থাকবে না কারোর মধ্যে,
শান্তি থাকবে শুধু।
প্রার্থনা করি ---
এ সমাজের বদল হোক।।


(১৪ই মে ২০২২)