(একটা মানুষ এই পৃথিবীতে থাকতে পছন্দ করেন না। এই সংসারের ষড়রিপু তাকে চোরাবালির মতো গ্রাস করে। কয়েকদিন পরেই তো বছর শেষ হবে। তিনি চান, এই বছরটার সাথে সাথে তিনিও শেষ হবেন, ষড়রিপু ত্যাগ করে তিনি চলে যাবেন। একমাত্র সেখানেই তার মুক্তি। তবে তার প্রশ্ন,"আর কবে?" কবে তিনি মুক্তি পাবেন? কিন্তু এ প্রশ্ন শুনে সকলে, এমনকি ভগবানও হাসেন।)
এই বছর তো শেষ হতে চলল,
শেষ হতে চলল বছরের শেষ দিন।
কিন্তু কবে যে আমি হব শেষ?
কবে হব সংসার থেকে স্বাধীন?
কবে যে আমি হব মুক্ত?
কবে যে যাব ওই মহাকাশে?
কোনো উত্তর পাই না আমি,
যীশু খ্রীষ্ট বিদ্রুপে হাসে।
কবে শেষ হবে যত আকাঙ্ক্ষা?
কবে যে আমি যাব মরে?
এ সংসার আমার ভাল্লাগে না,
চলে যেতে চাই দিকশূন্যপুরে।
এখানে না পাওয়া যায় জীবনের সুখ,
না পাওয়া যায় কোনো ভালবাসা।
নেই আত্মীয়তা, এখানে কেউ নয় আপন,
ফুরিয়ে যাচ্ছে বেঁচে থাকার আশা।
হে বছর, আমিও যাব তোর সঙ্গে,
তুই যেখানে যাবি, সেখানেই যাব।
বহুদূর যাব, আর ফিরব না এখানে,
সেখানেই আলোয় আলোয় মুক্তি পাব।